শ্রীউলা (আশাশুনি) প্রতিনিধি ॥ আশাশুনির শ্রীউলার গাজীপুর কুড়িগ্রাম ইসলামিয়া সিদ্দিকিয়া আলিম মাদ্রাসায় ২০২৪ সালের দাখিল পরীক্ষার্থীদের দোয়া, অভিভাবক সমাবেশ ও বার্ষিক পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত দোয়ানুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ নাসির উদ্দীন। প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীউলা ইউপি চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক দিপংকর বাছাড় দীপু। অধ্যক্ষ মিজানুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় ও প্রভাষক সাব্বির আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক সাইফুল ইসলাম বাবলু, শিক্ষক মাও: আল মামুন, ইউপি সদস্য নজরুল ইসলাম বাচ্চু, শামীমা লুৎফর, হাসানুজ্জামান, সাবেক ইউপি সদস্য রুহুল আমিন, দাতা সদস্য আব্দুল মজিদ, শিক্ষক বিনয় কৃষ্ণ ঢালী, জুলফিকার আলী পলাশ প্রমুখ। মানপত্র পাঠ করেন মাশরাফি মোহাম্মদ সুরুজ। এ বছর মাদ্রাসা থেকে ২২ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করবে। অনুষ্ঠানে ২০২৩ সালের বার্ষিক পরীক্ষায় সকল শ্রেণীর ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদেরকে পুরস্কৃত করা হয়।