দেবহাটা অফিস \ দেবহাটার নোয়াপাড়া ইউনিয়নের দেবীশহর গ্রামে বৌমার ধাক্কায় শ্বাশুড়ী মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানাগেছে। নিহত শাশুড়ীর নাম মর্জিনা খাতুন (৬৪) এবং আব্দুর রহমানের স্ত্রী, ধাক্কা মারা বৌমা হাসান কারিগরের স্ত্রী মিতা পারভীন (২৫)। ঘটনাটি ঘটেছে বুধবার বিকালে এবং শাশুড়ী মর্জিনা খাতুনের মৃত্যু ঘটেছে সাতক্ষীরা মেডিকেল কলেজে গভীর রাতে। এর পূর্বে শ্বাশুড়ীকে আহত অবস্থায় সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়। বিভিন্ন সূত্র জানায় বুধবার বিকালে শ্বাশুড়ী ও বৌমার মাঝে কথাকাটাকাটি, ঝগড়া ঝাটি হয় এবং এক পর্যায়ে শাশুড়ীর মাথা দেওয়ালে লাগলে মাথা ফেটে রক্ত ঝরতে থাকে। সূত্র জানায় বৌমা ও শ্বাশুড়ীর মধ্যে বিভিন্ন সময় সাংসারিক বিরোধ লেগেই থাকতো। মর্জিনা খাতুনের মৃত্যুর খবর প্রচার হলে গ্রামের লোকজন বিশেষ করে বিপুল সংখ্যক মহিলার উপস্থিতি ঘটে দেবী শহরস্থ আব্দুর রহমানের বাড়ীতে। গতকাল বাদ জোহর লাশ দাফন করা হয়েছে।