দেবহাটা অফিস ॥ দেবহাটার গাজীরহাটে গতকাল উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় সংখ্যালঘু সুরক্ষা আইন, দেবোত্তর বোর্ড ও হিন্দু ফাউন্ডেশন বাস্তবায়নের দাবী উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন দেবহাটা পূজা উদযাপন পরিষদের সম্পাদক নির্মূল কুমার মন্ডল, দুর্গামন্দির প্রাঙ্গনে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রাক্তন কমান্ডার সুভাষ চন্দ্র ঘোষ, এক্য পরিষদ দেবহাটার সভাপতি চন্দ্রকান্ত মল্লিক, সম্পাদক অজয় কুমার ঘোষ, শরৎচন্দ্র ঘোষ, মৃনাল কান্তি হালদার, কল্যাণব্যানার্জী, শংকর স্বর্ণকার, উত্তম কুমার ধাড়া, ইন্দ্রজিত ঘোষ প্রমূখ। মানববন্ধনে বিভিন্ন এলাকাহতে অংশ গ্রহণ করেন।