দেবহাটা অফিস \ দেবহাটার গাজীরহাট বাজারে গতকাল বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জন সাধারন এর উপস্থিতিতে উক্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আতিকুল ইসলাম দেবহাটা থানা ওসি বাবুল আক্তারের সভাপতিত্বে, বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার দেবহাটা সার্কেল এসএম জামিল আহমেদ দেবহাটা থানা আয়োজিত ওক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আতিকুল ইসলাম বলেন, মাদক, নাশকতা, জঙ্গীবাদ কে কঠোর ভাবে দমন করা হবে, যে কোন ধরনের অপরাধ দমনে পুলিশ অতি দায়িত্বশীল, আপনারা পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। তিনি ২০১৩-১৪ সালের নাশকতা দমনে পুলিশের ভূমিকার কথা উলেখ করে বলেন, অপরাধ করলে অবশ্যই তাকে আইনের আওতায় আনা হবে। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নোয়াপাড়া চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, পরিচালনা করেন এসআই গোলাম আজম ও এসআই অরুবা সুলতানা।