দেবহাটা অফিস ॥ দেবহাটায় টিকেট ও গাজীরহাট পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের আবির্ভাব উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৩টায় টিকেট বাসন্তী মন্দির চত্ত্বরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ডা: আ,ফ,ম রুহুল হক এমপি। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, কালিগঞ্জ আ’লীগের সাধারন সম্পাদক চেয়ারম্যান এনামুল হক ছোট, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, কুমিরা ইউপি চেয়ারম্যান আসাদুল হক, সাবেক চেয়ারম্যান আ’লীগ নেতা ফারুক হোসেন রতনসহ উপজেলা আ’লীগের ও সনাতন ধর্মাবলম্বীদের বিপুল সংখ্যক ভক্ত উপস্থিত ছিলেন। অপরদিকে গাজীরহাট প্রনব মাঠে ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা ও প্রসাদ বিতরন করা হয়েছে।