দেবহাটা অফিস \ গাজীরহাট রামনাথপুর প্রণব মঠ আঙিনা চত্বরে গতকাল বৃক্ষ রোপন করলেন সাতক্ষীরা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রাক্তন কমান্ডার সুভাষ চন্দ্র ঘোষ, বৃক্ষ রোপন কর্মসূচিতে অংশ নেন রামনাথপুর প্রণব মঠের মহারাজ শ্যামল মহাশয়, খুলনা মঠের স্বামীজি, রামনাথপুর মঠের সাধারন সম্পাদক, পুরত্রজল স্বর্ণকার, দেবহাটা উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য উত্তম কুমার ধাড় সহ নেতৃবৃন্দ। সাতক্ষীরা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রাক্তন কমান্ডার সুভাষ চন্দ্র ঘোষ জানান কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী একযোগে দেশের বিভিন্ন মন্দির, দেবালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপনের অংশ হিসেবে আমাদের এই আয়োজন। তিনি আরও জানান বৃক্ষ রোপন অব্যাহত থাকবে।