কালিগঞ্জ প্রতিনিধি॥ কালিগঞ্জ উপজেলার গান্ধুলিয়া দারুল উলুম দাখিল মাদ্রাসা মাদ্রাসার ম্যানেজিং কমিটির ১২ সদস্যের মধ্যে থেকে ৭ জনেরই পদত্যাগের খবর পাওয়া গেছে। অভিযোগ উঠেছে ম্যানেজিং কমিটির সভাপতি জি.এম, আব্দুল হাই-এর একনায়কতন্ত্র, স্বেচ্ছাচারিতা, অনিয়ম- কারণে ম্যানেজিং কমিটির ৭জন সদস্য পদত্যাগপত্র জমা দিয়েছেন। অত্র শিক্ষা প্রতিষ্ঠানের পদত্যাগকারী ম্যানেজিং কমিটির দাতা সদস্য আব্দুল্লাহ তরফদার, অভিভাবক সদস্য মোজাফফর হোসেন, অভিভাবক সদস্য রবিউল ইসলাম, অভিভাবক সদস্য শেখ আবুল বাসার, অভিভাবক সদস্য আজিজ ঢালী, সাধারণ শিক্ষক সদস্য জি.এম, সালাউদ্দিন ও সাধারণ শিক্ষক সদস্য আকরাম হোসেন এ প্রতিনিধিকে জানান, নবাগত মাদ্রাসার সুপার মাওলানা রুহুল আমিন ম্যানেজিং কমিটির ৭জন সদস্যের পদত্যাগের বিষয়টি স্বীকার করে বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়ার পাশাপাশি অবকাঠামো উন্নয়ন ও তদারকীর জন্য ম্যানেজিং কমিটির সদস্যরা গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন। আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি শান্তিপুর্ণ পরিবেশের মধ্যদিয়ে ঐতিহ্যবাহী মাদ্রাসার সুনাম ধরে রাখতে।