গাবুরা প্রতিনিধিঃ বাংলাদেশ সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। সরকারের ঘোষণা অনুযায়ী মাদক নির্মুল করতে প্রশাসনও গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছেন। তারপরও মাদকের ছড়াছড়ি সব জায়গায়. প্রশাসনের চোখে ধুলো দিয়ে চলছে রমরমা মাদক ব্যবসা। মাদকাসক্ত হচ্ছে যুব ও তরুণ সমাজ। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স ঘোষণা। প্রশাসনের কঠোর হস্তক্ষেপ। তারপরেও কেনো থামছে না মাদক ব্যবসা ও মাদক সেবন। গভীর পর্যবেক্ষণে দেখা যাচ্ছে ক্রীড়া ও বিনোদন না থাকায় যুব সমাজ ও তরুন সমাজ জড়িয়ে পড়ছে মাদকে। মাদকাসক্তরা মাদকের টাকার জন্য জড়িয়ে পড়ছে খুন ডাকাতি চুরি ছিনতাই এর মত অপকর্মে। তেমনই একটি ইউনিয়ন গাবুরা। সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার খোলপেটুয়া নদীর তীরে অবস্থিত ব-দ্বীপ গাবুরা ইউনিয়ন। ইউনিয়নের মানুষ বেশি আনন্দ বিনোদন ও ক্রীড়াপ্রেমী কিন্তু খেলাধুলার জন্য নাই পর্যাপ্ত খেলার মাঠ। খেলার মাঠ না থাকার কারনেই অচিরে ধ্বংস হয়ে যাচ্ছে আনন্দ বিনোদন ও খেলাধুলা। আর মাদকের সাথে জড়িয়ে যাচ্ছে যুব ও তরুণ সমাজ। মাদক থেকে যুব ও তরুণ সমাজকে দূরে সরিয়ে রাখতে খেলাধুলার বিকল্প নেই। আর তার জন্য দরকার পর্যাপ্ত খেলার মাঠ। বিভিন্ন সময়ে বিভিন্ন জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দিলেও সেটাও শুধু প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ রয়েছে। মাদকের হাত থেকে যুব ও তরুণ সমাজকে রক্ষা করতে গাবুরায় পর্যাপ্ত খেলার মাঠ নির্মাণের জন্য ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছে এলাকাবাসী