গাবুরা শ্যামনগর প্রতিনিধি \ গাবুরায় কমিউনিটি পেট্রোল গ্রুপ (সিপিজি’র) সাপ্তাহিক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। গতকাল বিকালে ৯নং সোরা মধ্যপাড়া শেখ মনিরুল ইসলাম বাবু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন কলাগাছিয়া ইকো টুর্েযজম ক্যাম্প ইনচার্জ (ভারপ্রাপ্ত) মোঃ বেলাল হোসেন, কমিউনিটি পেট্রোল গ্রুপ সিপিজি’র সদস্য মোঃ শাহিনুর আলম ও জয়নাব খাতুন। সিপিজি’র সাপ্তাহিক উঠান বৈঠকে সুন্দরবন রক্ষণাবেক্ষণ, বন্যপ্রাণী সংরক্ষণ ও বিষ প্রয়োগ প্রতিরোধ নিয়ে বিভিন্ন আলোচনা করা হয়। অন্যান্য মধ্যে আরো উপস্থিত ছিলেন সিপিজি’র সদস্য আমিনুর রহমান, সামাদ আলী শেখ, জিন্নাত গাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্টানের সভাপতি শেখ মনিরুল ইসলাম বাবু জনসচেতনতার জন্য লিফলেট বিতরণ, মাইকিংসহ বিভিন্ন প্রচারণার মাধ্যমে সকলকে সচেতন করার প্রস্তাব রেখে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।