গাবুরা(শ্যামনগর) প্রতিনিধি ॥ শ্যামনগরের গাবুরায় দুর্যোগের প্রস্তুতি উদ্ধার ও পুনরুদ্ধার বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে। গাবুরা গোপাল লক্ষী মেমোরিয়াল হাইস্কুল মাঠে বিকালে বেসরকারী সেবা সংস্থা সিসিডিবির আয়োজনে। মাঠ মহড়ায় অংশগ্রহন করেন গাবুরা ইউনিয়নের ,,দুর্যোগ প্রস্তুতি কর্মসুচী (সিপিপি),, শতাধিক সেচ্ছাসেবক যুবকযুবতী। সহস্রাধিক দর্শক সমাগমের উপস্থিতিতে অংশগ্রহনকারীরা গ্রামবাংলার ঐতিহ্য সজ্জিত করণ, গ্রাম্য নাটিকা, স্ব রচিত ঘুর্নিঝড়ের সময়, আগে ও পরে সিপিপি এর সংকেত উদ্ধার নাটিকা উপস্থাপন করেন। প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান সাইদুজ্জামান সাইদ সম্মানিত অতিথী ছিলেন জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আযম লেলিন, বিশেষ অতিথী ছিলেন প্যানেল চেয়ারম্যান রবিউল ইসলাম, শেখ মাখছুদুর রহমান মুকুল শ্যামনগর উপজেলা টিম লিডার সিপিপি, মুন্সি নুর মোহাম্মাদ সহকারী পরিচালক সিপিপি শ্যামনগর, মোঃ শহিদুল ইসলাম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, পরিচালনা করেন আব্দুল মান্নান খোকা সিপিপি টিম লিডার গাবুরা। সার্বিক তত্ববধানে ইমাম হাসান ইউপি সদস্য।