গাবুরা, শ্যামনগর প্রতিনিধি ॥ গাবুরায় নির্বিচারে নদী চরের বৃক্ষ নিধনে প্রতিবাদে মানব বন্ধন করেছে উপকূলীয় পরিবেশবাদী বিভিন্ন সংগঠন। গতকাল সাতক্ষীরা জেলার দুর্যোগে ক্ষতিগ্রস্থ ইউনিয়ন শ্যামনগরের গাবুরা মানববন্ধনে জানান। জলোচ্ছাসের কারণে বৃক্ষহীন গাবুরার পরিবেশ সংরক্ষনে ভুমিকা রাখছে নদী চরের প্রাকৃতিক বনায়নগুলো। কিন্তু বছরের পর বছর বনগুলো নির্বিচারে কর্তন করছে স্থানীয় কিছু লোক। সামাজিক বনভূমি উজাড় দুর্যোগে ক্ষয়ক্ষতি ও গাবুরার পরিবেশের জন্য মারাত্মক হুমকির কারণ হচ্ছে দিনের পর দিন। গাবুরা ইউনিয়নের নদী চরে বনভূমির মধ্যে সবচেয়ে বড় বনভূমি ৯ নং সোরায়। প্রাকৃতিক সৌন্দর্য দর্শনার্থীদের মনমাতায় এ চরের দৃশ্য। উপকূলের সামাজিক পরিবেশ রক্ষায়ও খুবই ভুমিকা এ বনভূমির। গত ৯ জানুয়ারি সরেজমিনে দেখা যায় নদী চরের বিস্তীর্ণ শতাধিক একর বনভূমি উজাড় করতে সক্রিয় স্থানীয় মহল। দৈনিক দৃষ্টিপাত পত্রিকায় প্রকাশিত হওয়ার পর উপকূলীয় পরিবেশবাদী সংগঠন গুলো এ মানব বন্ধন করেন। নেতৃত্ব দেন পরিবেশ বাদী সংগঠনের পক্ষে আবু তালেব সাগর, আশিকুর রহমান আশরাফুল ইসলাম, ইয়াসির আরাফাত, স্থানীয় ইউপি সদস্য মুঞ্জুর হোসেনসহ অনেক গ্রামবাসি।