গাবুরা (শ্যামনগর) প্রতিনিধি ॥ সাতক্ষীরার উপকূলীয় ইউনিয়ন শ্যামনগরের গাবুরায় কর্মরত দাতব্য সংস্থা নর্থ আমেরিকান বাংলাদেশি ইসলামিক কমিউনিটি (নাবিক) এর সহায়তায় ১০০ দুস্থ্য পরিবারে ,,রমজান ফুড সাপোর্ট,, নামে রমজানের খাদ্য সমগ্রী বিতরণ করা হয়েছে। ২৭ মার্চ বুধবার সকাল ১০ ঘটিকায় বুড়িগোয়ালিনী ব্রতী সমাজ কল্যাণ সংস্থার প্রকল্প অফিসে গাবুরা থেকে আগত ১০০ পরিবারে এ খাদ্য সমগ্রী বিতরণ করা হয়। খাদ্য সমগ্রীর মধ্যে ছিল চাউল, ডাউল, আলু,চিনি, খেজুর, পেয়াজ,ছোলা, তেল ও লবন। উপস্থিত ছিলেন নাবিকের শিশু সুরক্ষা প্রকল্পের সাতক্ষীরা এরিয়া ম্যানেজার সাইফুর রহমান, প্রকল্প সুপারভাইজার মনিরুল ইসলাম, ভাসমাস স্বাস্থ্যসেবা প্রকল্পের ডাঃ সামিয়া রশিদ, প্রকল্পের স্টাফ মাহমুদুল হাসান ও উপকারভোগী পরিবার। উপকারভোগীরা জানান বর্তমান দ্রব্যমূল্যের উর্দ্ধগতীর বাজারে এ ধরণের সকল খাদ্য কিনে খাওয়ার মত অর্থ নাই তাদের। খাদ্য সমগ্রী পেয়ে খুবই আনন্দিত এ দারিদ্রসীমার নিচে থাকা পরিবার গুলো। উল্লেখ্য নাবিক গাবুরাতে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অতিদরিদ্র পরিবার গুলোর শিশু পুনর্বাসন, সুপেয় খাবার পানি, ভাসমান স্বাস্থ্যসেবা, কমিউনিটি প্রশিক্ষণ, আয়বৃদ্ধিমুলক কার্য্যক্রম ও সেচ্ছাসেবায় মানবাধিকার সংরক্ষণ বিষয়ে বিভিন্ন উন্নয়নমুলক প্রকল্পের কাজ করে আসছেন। এ ছাড়াও দুর্যোগে খাদ্য সহায়তা, কুরবানীর মাংস বিতরণ, শিতবস্ত্র বিতরণসহ নানা জরুরী সহায়তা প্রদান করে আসছেন। নাবিকের এসকল কার্য্যক্রম বাস্তবায়ন করে আসছেন ব্রতী সমাজ কল্যাণ সংস্থা।