শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৮ অপরাহ্ন

গাবুরায় পরিবেশ বান্ধব সরকারী গাছ কেটে সাবাড়

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪

গাবুরা (শ্যামনগর) প্রতিনিধিঃ শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে ৯নং সোরা গ্রামের চাঁদনীমুখা বাজার সংলগ্ন নদীর চরে পরিবেশ বান্ধব শতশত গাছ কর্তন করেছে স্থানীয় প্রভাবশালী মহল। গতকাল ভোর রাত থেকে গাবুরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জিএম মাসুদুল আরমের বাড়ি সামনে গাছ কাটা হয়েছে। ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মঞ্জুর হোসেন জানান চাঁদনিমূখা এলাকার আমিনুর সানা, হাবিবুল্যাহ গাজী, শামীম গাজী সহ অনেকে গাছ কেঁটেছে। সরেজমিনে এ বিষয়ে গাছ কাটা ব্যক্তিদের প্রশ্ন করা হলে তারা জানায় গাবুরা ইউনিয়নে মেগা প্রকল্পের কাজে বেড়িবাঁধ হচ্ছে,সে জন্য নদীর চরের মাটি কাটলে এই গাছ কাটা পড়বে এই ভেবে আমারা গাছ কেটে নিয়ে যাচ্ছি। চেয়ারম্যান জিএম মাসুদুল আলম জানান, সাহেব ফোনে জানান গাছ কাটার সরকারী ভাবে কোন অনুমতি নাই, আমি শুনেছি সমগ্র চরের গাছ জনগন কাটছে। ৯ নং সোরা ওয়ার্ডের ইউ,পি সদস্য মুঞ্জুর হোসেন জানান এ বনে শতশত হেক্টর বড় ছোট গাছের সমন্বয়ে মিনি সুন্দরবন খ্যাত এ বনভুমি এ এভাবে সব নির্মুল করলে পরিবেশের বিপর্যয় ঘটবে। শ্যামনগর থানা পুলিশকে খবর দিলে গাবুরার বিট অফিসার এস আই আরিফ হোসেন ঘটনা স্থানে এসে গাছ কাটা বন্ধ করেন। গাবুরার সচেতন মহলের অভিযোগের ভিত্তিতে বিকেল ঘটনাস্থলে পরিদর্শনে যান শ্যামনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আসাদুজ্জামান। তিনি গাছ গুলো জব্দ করেন। মুল হোতাসহ গাছ কাঁটা ব্যাক্তিদের তদন্তপুর্বক বন আইনে ব্যাবস্থা নেওয়া হবে বলে জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com