শেখ মনিরুল ইসলাম বাবু গাবুরা প্রতিনিধি \ গাবুরায় ভাসমান স্বাস্থ্যসেবা কেন্দ্রের নিয়মিত ফ্রী চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল- ১৮ জুন শনিবার গাবুরার ৯নং সোরা দৃষ্টিনন্দন সাইক্লোন শেল্টারে ব্রতী সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে দিনব্যাপী এই নিয়মিত ফ্রী চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়। সেবা ক্যাম্পে চিকিৎসার জন্য গাবুরার বিভিন্ন এলাকা থেকে আগত সকল বয়সের ১২০ জন রোগী ফ্রী ব্যবস্থাপত্র ও ঔষধ প্রদান করেন। পাশাপাশি দুস্থ্য রোগীদের ফ্রী রক্তের গ্রুপ নির্ণয় ও ফ্রী ডায়বেটিস পরীক্ষাও করা হয়। দিনব্যাপী সেবা ক্যাম্পে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নিয়মিত ভাবে রোগী দেখেন ডাঃ নাজমুল হুদা (এমবিবিএস, বিসিএস, স্বাস্থ্য)। উপস্থিত থেকে সার্বিক সহায়তা করেন ভাসমান স্বাস্থ্যসেবা কেন্দ্রের স্বাস্থ্য সহকারী ডাঃ ববিতা পারভীন, ব্রতী সমাজ কল্যাণ সংস্থা’র গাবুরা ইউনিয়ন সুপারভাইজার মনিরুল ইসলাম, সিনিয়র অ্যানিমেটর আবু তালেব সাগর সহ ব্রতী সমাজ কল্যাণ সংস্থা’র অন্যান্য কর্মকর্তা কর্মচারী ও সেচ্ছাসেবকগন। দ্বীপ ইউনিয়ন গাবুরার যোগাযোগ ব্যবস্থা চরম খারাপ থাকায় মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে প্রবাসী দাতব্য সংস্থা “নর্থ আমেরিকান বাংলাদেশী ইসলামিক কমিউনিটি” নাবিক এর আর্থিক সহযোগিতায় গর্ভবতী নারী, প্রসুতি মা ও শিশুসহ অন্যান্য রোগীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে গাবুরা ডুমুরিয়া বাজারে একটি স্থল ক্লিনিক ও দ্বীপ ইউনিয়ন গাবুরার নদীতে একটি ভাসমান নৌযানের মাধ্যমে কেন্দ্র পরিচালনা করেন ব্রতী সমাজ কল্যাণ সংস্থা।