শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:৪৩ অপরাহ্ন

গাবুরায়” যখন যেখানে পাঠশালার” বার্ষিক ফলাফল

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩

শ্যামনগর থানাধীন উপকুলীয় জনপদ গাবুরাতে যখন যেখানে ফ্রি পাঠশালা ব্যাতিক্রম ধর্মী নামের ৭টি প্রতিষ্ঠানে বার্ষিক সমাপনী পরিক্ষার ফলাফল অনুষ্ঠান হয়েছে। আজ ৩০ ডিসেম্বর ২০২৩ শনিবার সকাল ১০ ঘটিকার সময় গাবুরা ইউনিয়নের ৭ টি গ্রামের ৭টি পাঠশালায় এক যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দাতব্য সংস্থা নর্থ আমেরিকান ইসলামিক কমিউনিটি (নাবিক) এর সহায়তায় ব্রতী সমাজকল্যাণ সংস্থার সহযোগিতায় স্থানীয় সেচ্ছাসেবিরা এ পাঠশালা পরিচালনা করছেন। অতিদারিদ্রতা, সামাজিক অসচেতনতা ও অতিদূরুত্বের কারণে গাবুরার ১৫টি গ্রামের সব শিশু স্কুলে যেতে পারে না। তা ছাড়া স্কুল ঝরে পড়ে শ্রমের কাজে চলে যায় অনেক শিশু। গ্রামগুলোতে শতভাগ শিশুকে স্কুলগামী করতে স্থানীয় গণক্রিয়া গবেষক সেচ্ছাসেবকদের সহায়তায় ব্রতী এ শিক্ষাকার্য্যক্রম চলমান রেখেছে। স্কুল গুলোর অবস্থান গাবুরার ৯ নং সোরা হরিসখালী, চকবারা পূর্বপাড়া, মাধ্যম খলিশাবুনিয়া, গাবুরা দক্ষিনপাড়া, নেবুবুনিয়া, খলিশাবুনিয়া ও নাপিতখালী মোড়লবাড়ী যখন যেখানে পাঠশালা। যার আওতায় রয়েছে ২৫৭ জন শিশু। পাঠশালার শিক্ষিকা নাজমা খাতুন বলেন প্রতি ২ মাস পরপর মুল্যয়ণ পরীক্ষা নেওয়া হয়। স্কুলে নাবিক থেকে প্রতিবছর ফ্রি বইখাতাসহ সকল উপকরণ প্রদান করা হয়। তবে স্কুলের নির্দিষ্ট কোন ঘর না থাকায় বর্ষাকালে পড়ানো খুব কষ্টকর হয় এ কারণে কমিউনিটি ও সরকারী বেসরকারী বিভিন্ন সাহায্য কামনা করি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com