শেখ মনিরুল ইসলাম বাবু গাবুরা প্রতিনিধি \ বর্ষা মৌসুমের আগেই গাবুরায় লবণ সহনশীল ধান বীজ (ব্রি-৫২) বিতরণ করা হয়েছে। লিডার্সের আয়োজনে গতকাল, চকবারা খেয়াঘাটে এই ধান বীজ বিতরণ করা হয়। গাবুরায় মাত্রাতিরিক্ত লবণাক্ততার কারণে কৃষি কাজ ব্যহত হচ্ছে। চাষাবাদ কমে যাচ্ছে। সেই দিক লক্ষ রেখে চাষাবাদ বৃদ্ধির জন্য গাবুরার ২৭ টি পরিবারের মাঝে এই লবণ সহনশীল ধান বীজ বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন লিডার্সের এ্যডভোকেসী অফিসার পরিতোষ কুমার বৈদ্য, প্রকল্প সমন্বয়কারী মোঃ শওকত হোসেন ও লিডার্সের অন্যান্য কর্মকর্তা কর্মচারীসহ গাবুরা ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। গাবুরায় কৃষি খাতের প্রসার বাড়াতে নানা উন্নয়নমুখী কার্যক্রম পরিচালনা করছেন লিডার্স।