বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় বন্যা ও ঘূর্ণিঝড়প্রবণ গাবুরা ইউনিয়নকে দুর্যোগ সহনশীল মডেল ইউনিয়নে রূপান্তরকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৪ আগষ্ট বুধবার সকাল ১০ টায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং সেন্টার ফর এনভায়রনমেন্টাল এন্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস (সিইজিআাইএস)- পানি সম্পদ মন্ত্রণালয়ের একটি ট্রাস্ট এর আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ কর্মকর্তা, বিভিন্ন দপ্তর প্রধানগন, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজা-জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, জেলা ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আঃ বাছেদ, দুর্যোগ ব্যবস্থাপনা এর বিশেষজ্ঞ ড. ফারহানা আহাম্মেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাহিনুল ইসলাম, গাবুরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জি এম মাছুদুল আলম প্রমুখ। সভায় গাবুরা ইউনিয়নকে দুর্যোগ সহনশীল মডেল ইউনিয়নে রূপান্তরিত করতে কি কি করণীয় এবং গাবুরা ইউনিয়নের ভৌগলিক, সামাজিক, অর্থনৈতিক সহ বিভিন্ন বিষয় নিয়ে ৪টি গ্রুপে গ্রুপ ভিত্তিক অনুশীলন করা হয় সহ বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ মোঃ আশিষ মাওলা।