মোঃ মনিরুল ইসলাম , গাবুরা শ্যামনগর : “মানবতার কল্যাণে আমরা আছি সবখানে “এই স্লোগানকে সামনে রেখে শ্যামনগর উপজেলার গাবুরা রক্তদান সংস্থার উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।গতকাল ১০ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত ব্লাড গ্রুপিং কার্যক্রমে দুইশতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরার ৯ নং সোরা সাইক্লোন শেল্টারে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত হয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক আশিকুর রহমান, রবিউল ইসলাম,শাহাআলম,শেখ সুমন, আশিক, রাজু, আলমামু,মোস্তাফিজুর, শাহাদাত হোসেন, শাহানাজ পারভীন, আশরাফুল ইসলাম সহ অনেকে। ক্যাম্পেইনের বিষয়ে সংগঠনের সভাপতি আব্দুর রহিম বলেন, বর্তমানে যেকোন কাজেই রক্তের গ্রুপ প্রয়োজন হচ্ছে। প্রত্যন্ত এলাকার মানুষেরা অধিকাংশই তাদের রক্তের গ্রুপ সম্পর্কে অবহিত না।এজন্য আমরা তাদেরকে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্বুদ্ধ করতে ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের আয়োজন করেছি। ধারাবাহিক গাবুরার ৯ টি ওয়ার্ডে আমাদের এ ক্যাম্পেইন চলবে।