বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের লক্ষ্মিখালী গ্রামে মোহাম্মাদিয়া জামে মসজিদ উদ্বোধন করা হয়েছে। গতকাল ৮ আগষ্ট সোমবার জোহর নামাজ বাদ স্বেচ্ছাসেবী সংগঠন রোদেলা ফাউন্ডেশনের উদ্যোগে নব নির্মিত মসজিদটি উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম বার। এ সময় তিনি রোদেলা ফাউন্ডেশনের সামাজিক কর্মকাণ্ডের ভূয়সী প্রসংশা করে বলেন, ভালো কাজে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা করবেন। আপনারা মসজিদের উন্নতিতে সার্বিক সহযোগিতা করবেন এবং সকলে মিলে মসজিদটির দেখভাল করবেন। জেলা পুলিশ সবসময় আপনাদের পাশে আছে। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাঈদ-উজ-জামান সাঈদ, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুর রহমান, থানা অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ, সাতক্ষীরা ডিবি পুলিশের ওসি মোঃ আক্তার হোসেন, গাবুরা ইউপি চেয়ারম্যান জি এম মাছুদুল আলম, রোদেলা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক এস এম সালাউদ্দিন লিটন, সহকারী পরিচালক মোঃ আব্দুলাহ আল মামুন সহ রোদেলা ফাউন্ডেশনের কর্মকর্তা ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।