এফএনএস বিদেশ : পশ্চিম আফ্রিকার দেশ গিনি-বিসাউতে অভ্যুত্থানের চেষ্টা চালানো হয়েছে। তবে তা ব্যর্থ হয়েছে। এতে নিরাপত্তা বাহিনীর বহু সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট উমারো সিসোকো এমবালো। পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল জানিয়ে এই অভ্যুত্থান চেষ্টাকে ‘গণতন্ত্রের বিরুদ্ধে ব্যর্থ হামলা’ বলে মন্তব্য করেছেন তিনি। খবর বিবিসি অনলাইনের। গত মঙ্গলবার রাজধানী বিসাউয়ের একটি সরকারি ভবনের কাছে গুলির শব্দ শোনা যায়। ওই ভবনে মন্ত্রিপরিষদের বৈঠক চলছিল। বৈঠকে প্রেসিডেন্ট উপস্থিতও ছিলেন। সৈন্যরা প্রেসিডেন্ট এবং তার মন্ত্রীদের আটক করেছে, এমনটা বলা হয়। ঘটনাস্থল থেকে পাওয়া প্রতিবেদনগুলোতে বলা হয়, ভারী অস্ত্রসহ অজ্ঞাতনামা বন্দুকধারী ওই সরকারি ভবনে হামলা চালায়। ওই সময় ভবনটির ভেতরে প্রধানমন্ত্রী নুনো গোমেস নাবিয়ানের সঙ্গে প্রেসিডেন্ট এমবালো বৈঠক করছিলেন। পরিচয় প্রকাশে অনিচ্ছুক একটি নিরাপত্তা সূত্র বিবিসিকে বলেছে, বেসামরিক পোশাক পরিহিত ওই বন্দুকধারী অতর্কিত গুলি শুরু করে। এতে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়। পশ্চিম আফ্রিকান নেতারা এই ঘটনাকে অভ্যুত্থান চেষ্টা হিসেবে আখ্যা দিয়েছেন এবং সেনাদের ব্যারাকে ফিরে যাওয়ার আহŸান জানিয়েছেন। কিন্তু প্রকৃতই সেখানে কি ঘটেছে তা পরিষ্কার নয়। ওই বন্দুকধারী কে তাও জানা যায়নি এবং ঠিক কত জন নিহত হয়েছে তার সুনির্দিষ্ট সংখ্যাও প্রেসিডেন্ট বলেননি। পশ্চিম আফ্রিকার এই দেশটি বিশ্বের অন্যতম দরিদ্র দেশ এবং এটি একসময় পর্তুগালের উপনিবেশ ছিল। ১৯৮০ সালের পর দেশটিতে এখন পর্যন্ত ৯টি অভ্যুত্থানচেষ্টা বা অভ্যুত্থানের সম্মুখীন হয়েছে।