বুধবার, ০৭ মে ২০২৫, ০২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দুই পুত্রবধূকে নিয়ে পায়ে হেঁটে বাসায় ঢুকলেন খালেদা জিয়া তরুণদের রাজনীতিতে আরও সক্রিয় হতে বললেন প্রধান উপদেষ্টা দেশে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত খালেদা জিয়া সাইবার সুরক্ষা অধ্যাদেশের ৯ ধারা বাতিল, মামলাও বাতিল হবে: আইন উপদেষ্টা পারুলিয়া মৎস্য সেটে চিংড়ি মূল্যে অনৈতিকতার ছোয়া পুশ নয় আওয়াজ তুলে কম মূল্যে চিংড়ি ক্রয়ের অপচেষ্টা ঘটনাস্থল শহরের খামারবাড়ী সড়ক \ প্রশান্তির ঘুমে এক সুতার মিস্ত্রী দেবহাটায় বজ্রপাতে দেবব্রত ঘোষের মৃত্যু সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদ সহ দুর্ধর্র্ষ ২ ডাকাত আটক সাবেক ইউপি সদস্য নিয়ামত আলীর দাফন সম্পন্ন পাইকগাছার চাঁদখালীতে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা

গুনাকরকাটি খানকাহ্ শরীফে ১০১তম ওরস ও ফাতেহা শরীফ উপলক্ষে জুমা’র নামাজে মুসল্লীদের ঢল ॥ আখেরী মোনাজাত আজ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪

এম এম নুর আলম ॥ আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের ঐতিহ্যবাহী গুনাকরকাটি খানকায়ে নকশবন্দীয়া মোজাদ্দেদীয়া খায়রিয়া আজিজীয়া দরবার শরীফে বাৎসরিক ১০১ তম ওরস ও ফাতেহা শরীফ এর আখেরী মোনাজাত আজ (শনিবার) সকালে অনুষ্ঠিত হবে। গতকাল শুক্রবার ওরস ও ফাতেহা শরীফ উপলক্ষে আগত আনুমানিক বিশ হাজারের অধিক মুরিদান, আশেকান, ভক্তবৃন্দ ও মুসল্লীবৃন্দ মসজিদে হযরত শাহ আব্দুল আজীজ (রহঃ) ও খানকাহ্ শরীফ চত্বরে পবিত্র জুমা’র নামাজ আদায় করেছেন। শুক্রবার সকাল থেকে বহু এলাকা হতে দলে দলে মুসল্লীবৃন্দ খানকাহ্ শরীফে জুমা’র নামাজ আদায়ের জন্য সমবেত হন। জুমা’র আযানের আগেই মসজিদের ১ম ও ২য় তলা মুসল্লীতে পূর্ণ হয়ে যাওয়ায় খানকাহ্ শরীফ চত্বরে সুবিশাল সামিয়ানার নিচে হাজার হাজার মুসল্লীবৃন্দকে নামাজ আদায় করতে হয়। পবিত্র জুমা’র নামাজে ইমামতি করেন, হযরত গাওছুল আযম নকশবন্দী মোজাদ্দেদী দেহলবী (রহঃ) ও গাওছুল আযম নকশবন্দী মোজাদ্দেদী খুলনবী (রহঃ) এর ওরস ও ফাতেহা শরীফের প্রধান মেহমান ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর (রাঃ) এর আওলাদ, দিল্লীর হযরত গাওছুল আযম দেহলবী (রহঃ) এর দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীন, নূরে চশমে হযরতে ইমামে রব্বানী, গুলেবাগে মুজাদ্দেদী আলহাজ্ব হযরত শাহ্ আবু নসর আনাছ ফারুকী (মাঃজিঃ)। এসময় হযরত গাওছুল আজম খুলনবী (রহঃ) এর আওলাদ ও বর্তমান গুনাকরকাটি খানকাহ্ শরীফের সাজ্জাদানশীন খাজা মোহাম্মাদ মিন্নাতুল্লাহ (মাঃজিঃ) সহ আওলাদবৃন্দ, বিভিন্নস্থান থেকে আগত হাক্কানী আলেম ওলামা, সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ, মুরিদান, আশেকান ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে, শুক্রবার সারারাত ব্যাপী পবিত্র ওরস উপলক্ষে দেশ ও বিদেশের বিভিন্ন আলেম ওলামা বক্তব্য রাখেন। দেশ বিদেশের বহু এলাকা হতে ভক্ত, দর্শনার্থীদের পদভারে প্রকম্পিত এবং উজ্জীবিত হয়ে উঠে খানকাহ্ শরীফ। দেশের সব প্রান্ত হতে দলে দলে লোক আসে খানকাহ্ শরীফে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বেচ্ছাসেবক বাহিনীর পক্ষ থেকে ওরস ও ফাতেহা শরীফ উপলক্ষে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যাবস্থা। আজ (শনিবার) ফজর নামাজের পর পবিত্র কুরআন খতম, কলমাখানি ও ফাতেহা শরীফ শেষে সকালে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ওরস ও ফাতেহা শরীফ এর মূল আনুষ্ঠানিকতা শেষ হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com