মথুরেশপুর (কালিগঞ্জ) প্রতিনিধি ঃ কালিগঞ্জের মথুরেশপুরে গুনাকরকাটী দরবার শরীফের ন’হুজুর পীর কেবলা হযরত শাহ মোহাম্মাদ মাসুম (রহঃ) এর বেছাল দিবস পালন করা হয়েছে। খায়রিয়া আজিজিয়া ফাউন্ডেশন বসন্তপুর শাখার আয়োজনে রবিবার বাদ মাগরিব বসন্তপুর শাহী জামে মসজিদ চত্ত¡রে ফাতেহা শরীফ, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম বিশ্বাসের সভাপতিত্বে ও মাওঃ আব্দুর রহমানের সঞ্চালনায় পীর মাশায়েখদের জীবনাদর্শ সম্পর্কে আলোচনা পেশ করেন গুনাকরকাটী খায়রিয়া আজিজিয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক আলহাজ্ব মাওঃ আব্দুল মান্নান, রতনপুর বাজার জামে মসজিদের খতিব হাফেজ মাওঃ আজমল হোসাইন প্রমুখ। আলোচনা শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় পীর ভক্ত, মুরিদ ও আশেকগন সহ ধর্মপ্রাণ মুসুলিরা উপস্থিত ছিলেন।