এফএনএস স্পোর্টস: গত মৌসুম থেকেই গুঞ্জন ছিলো বার্সেলোনায় যোগ দিতে পারেন ম্যানচেস্টার সিটির জার্মান মিডফিল্ডার ইলকায় গুন্ডোগান। অবশেষে সত্যি হলো সেই গুঞ্জনই। গুন্ডোগানকে দলে ভেড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। গতকাল সোমবার গুন্ডোগানকে দলের ভেড়ানোর কথা নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট নিশ্চিত করে বার্সা কর্তৃপক্ষ। ২০২৫ সাল পর্যন্ত দুই বছরের চুক্তিতে স্প্যানিশ ক্লাবটিতে যোগ দিয়েছেন ম্যানসিটির ট্রেবলজয়ী অধিনায়ক। এর সঙ্গে চুক্তির মেয়াদ এক বছর বাড়ানোর সুযোগও রয়েছে/ গুন্ডোগানের রিলিজ কলজ ধরা হয়েছে ৪০০ মিলিয়ন ইউরো। চলতি গ্রীষ্মে ম্যানসিটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়েছে গুন্ডোগানের। ফ্রি এজেন্ট হিসেবেই বার্সাতে যোগ দিয়েছেন জার্মান এই মিডফিল্ডার। গুন্ডোগানকে দলে ভেড়াতে চেয়েছিলো আর্সেনাল আর সৌদি আরবের এক ক্লাব। তবে শেষমেশ বার্সাকেই বেঁছে নিয়েছেন এই জার্মান মিডফিল্ডার। গুন্ডোগান যে বার্সাতে যোগ দিতে যাচ্ছেন সেটি নিশিত হয়ে গিয়েছিলো গত সপ্তাহেই। আনুষ্ঠিকভাবে আজ তাকে দলে ভেড়ানোর ঘোষণা দিলো বার্সেলোনা।