শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

গৃহিণীর শ্লীলতাহানির চেষ্টাকালে ছাত্রলীগের সাবেক সভাপতি আটক

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টার \ ১০ বছর ধরে ১ গৃহিণীকে উত্যক্ত করা, কু প্রস্তাব দেওয়া সহ নানান উপায়ে অনৈতিক উদ্দেশ্য হাসিল করতে না পেরে সুযোগ বুঝে গৃহিণীর ঘরে ঢুকে শ্লীলতাহানির চেষ্টাকালে কৃষ্ণনগর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন উজ্জ্বল তরফদার (৩২) কে আটক করে পুলিশে সোপর্দ করে গৃহিণীর পরিবারের লোকজন ও প্রতিবেশিরা। উজ্জ্বল শংকরপুর গ্রামের ইসরাফিল তরফফারের পুত্র।৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত্র ১১ টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মানপুর গ্রামের ইয়াসিন আলী সরদারের বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী গৃহিণী জানান উজ্জ্বল বিগত ১০ বছর ধরে তাকে উত্তাক্ত করা সহ ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে অনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা এবং স্বামী সন্তানদেরকে ফাকি দিয়ে তার কথামত চলার জন্য চাপ প্রয়োগ করত। লোকচক্ষুকে ফাঁকি দেওয়ার জন্য তার সাথে বোনের সম্পর্ক স্থাপনের মাধ্যমে তার অনৈতিক উদ্দেশ্য হাসিল করার চেষ্টা অব্যাহত রাখে। দলীয় প্রভাব থাকায় তার বিরুদ্ধে কোনরুপ অভিযোগ করতে পারেননি তিনি। বৃহস্পতিবার তার স্বামী ইটভাটায় থাকার সুবাদে সুযোগ বুঝে উজ্জ্বল তার ঘরে প্রবেশ করে এবং তার উদ্দেশ্য চরিতার্থ করতে চায়। এ বিষয়ে ভুক্তভোগী গৃহিণী বাদি হয়ে কালিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা সুত্রে জানা যায় ঘটনার রাত্রে উজ্জ্বল গৃহিণীর শয়ন কক্ষে প্রবেশ করে তার স্বামী সন্তান সহ মেরে ফেলার হুমকি দিয়ে ধর্ষনের চেষ্টা করে এবং ধস্তাধস্তি শুরু করে তখন গৃহিণীর ডাক চিৎকারে তার পুত্র, ভ্রাতুপুত্র ও প্রতিবেশীরা ছুটে এসে উজ্বল কে আটক করে কালিগঞ্জ থানা পুলিশকে খবর দিলে তারা তাকে আটক করে থানায় নিয়ে যায়। কালিগঞ্জ থানার উপ পরিদর্শক মো: কামাল হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করে আটক উজ্জ্বলকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন। স্থানীয় ইউপি সদস্য জামাল ফারুক বলেন উজ্জ্বল দির্ঘ কয়েক বছর যাবৎ গৃহিণীর বাড়িতে প্রকাশ্য যাতয়াত করে এবং এলাকায় নানান অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলো। এলাকার সবাই তার অপরাধের বিষয়টি জানলেও প্রভাব আর হুমকিতে কেউ মুখ খোলার সাহস পায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com