রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৯:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ১০

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

এফএনএস: গোপালগঞ্জে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বর্তমান ও সাবেক ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে পাঁচজনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত সোমবার রাত ৮টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী ইউনিয়নের ভেন্নাবাড়ি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, সদর উপজেলার বোড়াশী ইউনিয়নের বর্তমান মেম্বার মিটু মোল্লার সঙ্গে সাবেক ইউপি মেম্বার আলিম মোল্লার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব—কোন্দল চলে আসছিল। এর আগেও একাধিকবার উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এরই জেরে গত সোমবার রাত ৮টার দিকে মিটু মোল্লার নেতৃত্বে একদল লোক আলিম মোল্লাসহ তার লোকজনের ওপর চড়াও হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ১০জন আহত হয়। খবর পেয়ে পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। গোপালগঞ্জ সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান এলাকার পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com