ব্রহ্মরাজপুর প্রতিনিধি \ সাতক্ষীরা সদরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান গোবরদাড়ি জোড়দিয়া স্কুল এন্ড কলেজে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ২৬ মার্চ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে অত্র প্রতিষ্ঠানের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণ বন্ধু ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য মনোনীত এডহক কমিটির সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী মো: নুরুন্নবী খাঁন (বিকু)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: হিন্দাল কবির নান্নু, মো: পারভেজ জোবায়ের সোহেল ডেভিড, মো: সিজাজুল ইসলাম সহ বিদ্যালয়ের সকল শিক্ষক—শিক্ষিকা ও ছাত্র—ছাত্রীরা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালনার দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক মো: ইলিয়াস কবির। আলোচনা সভায় বক্তারা মহান স্বাধীনতা দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান এবং শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।