ফিংড়ী প্রতিনিধি \ সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের গোবরদাড়ী স্কুল এন্ড কলেজের উদ্যোগে গত সোমবার ৯টা হতে গোবরদাী জোড়দিয়া স্কুল এন্ড কলেজ হলরুমে জমজমাটপূর্ণ ভাবে পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ পালিত হয়েছে। গোবরদাড়ী জোড়দিয়া স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণবন্ধু ঘোষ এর সভা পতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আহবাহক কমিটির সভাপতি নুরুন্নবী খান বিকো। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাপা পাটির ফিংড়ী ইউনিয়ন কমিটির সভাপতি, সাবেগ ইউ পি সদস্য মো: হুমায়ন কবির, অভিভাবক সদস্য, মো: হিন্দাল কবীর নান্নু, শিক্ষক প্রতিনিধি মো: শোয়ায়েব হোসেন, মো: যুবায়ের সোহেল ডেভিড, মো: একবাল হোসেন, মো: শফিকুল ইসলাম শফি প্রমূখ উপস্থিত ছিলেন।