আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গায় আওয়ামীলীগের দলীয় অফিস উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার বিকাল সাড়ে ৪ টায় ১নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মনীন্দ্র নাথ ঢালীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বড়দল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আঃ আলিম মোল্যা। ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আঃ রহমান ফকিরের সঞ্চালনায় এসময় বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলি, শফিকুল ইসলাম, ইউনিয়ন কৃষকলীগ সভাপতি আসাদুল ইসলাম ফকির, নিতাই কুণ্ডু, নিনয় কৃষ্ণ মিস্ত্রী, সভায় আকবর হোসেন, বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন বিশ্বাস, আঃ ছাত্তার, জবেদ আলি প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করে মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দৃঢ় সিদ্ধান্ত নেওয়া হয়।