বিশেষ প্রতিনিধি/বড়দল প্রতিনিধি \ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজার ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বাজারের মেইন সড়কে এ সভা অনুষ্ঠিত হয়। বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানার সভাপতিত্বে সভায় সহ-সভাপতি আব্দুল মজিদ মোড়ল, সাধারণ সম্পাদক মহিউদ্দিন ফকির, ক্যাশিয়ার ইয়াহিয়া ছোট্টু শেখ, বাজার ব্যবস্থাপনা কমিটির সকল সদস্য, সাংবাদিকবৃন্দ, উপদেষ্টাবৃন্দ এবং বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। এসময় পবিত্র মাহে রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখা, ওজনে কমবেশী না করা, রাস্তা-ঘাটে খোলা ইফতারি বিক্রি ও অস্ব্যাস্থকর পরিবেশে ইফতারি বিক্রি বন্ধ করা, আজান ও নামাজের সময় অশ্লীল গান বাজনা বন্ধ রাখাসহ রমজানের পবিত্রতা রক্ষায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়।