কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি \ কালিগঞ্জের গোয়াল ঘেশিয়া নদী থেকে ১ পাগলের লাশ উদ্ধার করা হয়েছে। কৃষ্ণনগরের রঘুনাথপুর গ্রামের আবুল কাশেমের পুত্র মোঃ নাজমুল হোসেন (২৮) জানাগেছে নাজমুল গত ১ সেপ্টেম্বর আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে তার শশুর বাড়িতে মায়ের সাথে বেড়াতে যায়। রাত্রি খাওয়া শেষে সে কাউকে না জানিয়ে বাড়ি আসার জন্য রওনা হয়। নদীর ধারে এসে খেয়া নৌকা না পেয়ে নদীতে ঝাঁপ দেয়। পরের দিন তাকে অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে নদীর ধারে তার ব্যবহৃত স্যান্ডেল দেখতে পেয়ে আত্মীয়-স্বজনের সন্দেহ হয়। অবশেষে ট্রিপল নাইনে ফোন দেওয়ায় কালিগঞ্জ ফায়ার সার্ভিস সদস্যরা নদী থেকে তার লাশ গতকাল দুপুর সাড়ে ১২টায় উদ্ধার করে। পরে কালিগঞ্জ থানা পুলিশকে অবহিত করলে পুলিশ এসে লাশ থানায় নিয়ে যায়।