বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৮:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছর পর কারামুক্ত বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোনালাপ শেখ হাসিনা পরিবারের দুর্নীতি: ৮ মেগা প্রকল্পের সব নথি তলব দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে শেখ হাসিনাকে ফেরত আনতে কূটনৈতিক চ্যানেলে চেষ্টা করা হচ্ছে: চিফ প্রসিকিউটর ঢাকা—খুলনা রুটে নতুন ট্রেন চলাচল শুরু, উচ্ছ্বসিত যাত্রীরা যারা গণহত্যায় জড়িত ছিল তাদের বিএনপিতে নেওয়া হবে না: মির্জা ফখরুল তরুণদের ভোটাধিকার নিশ্চিত করতে চায় নির্বাচন কমিশন দেশের তিন পরিবেশ আদালতে আইনি বাধায় পর্যাপ্ত মামলা নেই সীমান্ত থেকে ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

গ্যাস পেতে তুলতে হবে নিষেধাজ্ঞা -রাশিয়া

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২

এফএনএস বিদেশ : মস্কোর বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহ পুনরায় শুরু হবে না বলে জানিয়েছে ক্রেমলিন। গত সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের দেয়া নিষেধাজ্ঞাগুলোই নর্ড স্ট্রিম-১ পাইপলাইন বন্ধ করার সিদ্ধান্তের পেছনে একমাত্র কারণ। যদিও এর আগে মস্কোর পক্ষ থেকে বলা হয়েছিল, রক্ষণাবেক্ষণের জন্যই ইউরোপে গ্যাস সরবরাহকারী পাইপলাইনটি বন্ধ রাখা হয়েছে। পেসকভকে উদ্ধৃত করে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স। ক্রেমলিনের এই মুখপাত্র বলেন, আমাদের দেশ (রাশিয়া) এবং দেশের বেশ কয়েকটি কোম্পানির বিরুদ্ধে জার্মানি এবং যুক্তরাজ্যসহ পশ্চিমা দেশগুলোর আরোপিত নিষেধাজ্ঞার কারণেই গ্যাস পাম্পিং নিয়ে সমস্যা দেখা দিয়েছে। গ্যাস সরবরাহ বন্ধের পেছনে আর কোনো কারণ নেই। মেরামতের জন্য গত বুধবার (৩১ আগস্ট) থেকে ইউরোপে গ্যাস রফতানিতে ব্যবহৃত প্রধান পাইপলাইন নর্ড স্ট্রিম-১ বন্ধ করে দেয় মস্কো। পাইপলাইনটি চালু হওয়ার কথা ছিল গত শনিবার (৩ সেপ্টেম্বর) থেকে। কিন্তু পরিকল্পনা অনুযায়ী সেটি এখনই চালু করা সম্ভব নয় বলে শুক্রবার (২ সেপ্টেম্বর) জানায় ক্রেমলিন নিয়ন্ত্রিত এনার্জি জায়ান্ট গ্যাজপ্রম। এর ফলে জ¦ালানি সংকটে নাকাল ইউরোপ এবার অর্থনৈতিক মন্দার কবলে পড়তে পারে বলেও শঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতির মধ্যেই গ্যাস সরবরাহ নিয়ে এমন মন্তব্য করলেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। রাশিয়া সাময়িক সময়ের জন্য গ্যাস সরবরাহ বন্ধ করার কথা বললেও ইউরোপীয়দের শঙ্কা, ইউক্রেন যুদ্ধে পশ্চিমা হস্তক্ষেপের প্রতিশোধ নিতে স্থায়ীভাবেই এ পাইপলাইনে গ্যাস সরবরাহ বন্ধ করে দিতে পারে মস্কো। সেন্ট পিটার্সবাগ শহরের কাছে রাশিয়ার বাল্টিক সাগরের উপক‚ল থেকে জার্মানির উত্তর-পূর্বাঞ্চল পর্যন্ত ১ হাজার ২০০ কিলোমিটার বিস্তৃত নর্ড স্ট্রিম-১ পাইপলাইন। ২০১১ সালে চালু হওয়ার পর পাইপলাইনটি দিয়ে প্রতিদিন গড়ে ১৭ কোটি কিউবিক মিটার গ্যাস রাশিয়া থেকে জার্মানিতে সরবরাহ করা হতো। এর আগে গত মে মাসে বেলারুশ ও পোল্যান্ড দিয়ে চলে যাওয়া ‘ইয়ামাল’ পাইপলাইন দিয়েও গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় রাশিয়া। এ পাইপলাইন দিয়ে জার্মানিসহ গ্যাস সরবরাহ করা হতো ইউরোপের অন্যান্য দেশেও।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com