এফএনএস: ঢাকার ধামরাইয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে এক দম্পতি দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পৌরসভার কুমড়াইল এলাকায় কুববাত হোসেনের ভাড়া বাড়ির নিচতলায় এই ঘটনা ঘটে। দগ্ধরা হলেন— টাঙ্গাইলের মির্জাপুর এলাকার আসিফ (২৪) ও তার স্ত্রী শান্তা (২১)। আসিফ রিকশাচালক ও তার স্ত্রী একটি কারখানায় শ্রমিকের কাজ করেন। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা বলেন, রাত পৌনে ১২টার দিকে হঠাৎ বিকট আওয়াজে দুই তলা ভবনের নিচতলার একটি কক্ষে বিস্ফোরণ ঘটে কক্ষটিতে আগুন লেগে যায়। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করেন। সজীব হোসেন নামে স্থানীয় এক বাসিন্দা জানান, বিকট শব্দ শোনার সঙ্গে সঙ্গে তিনি ঘটনাস্থলে কক্ষের ভেতরে ধেঁায়া দেখতে পান। এ সময় স্থানীয়রা আগুন নিভিয়ে ওই কক্ষের ভেতর থেকে দুজনকে উদ্ধার করেন। বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার এসআই শামীম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পেঁৗছানোর আগেই স্থানীয়রা দগ্ধ দম্পতিকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।