বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য গ্রাফিক্স ডিজাইন বিষয়ে প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রদান করা হয়েছে। গতকাল ২২ ফেব্র“য়ারি বুধবার বেলা ১২ টায় উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এর আওতায় উপজেলা পরিষদের মিটিং রুমে উপজেলার ২০জন বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য ১২ দিনব্যাপী গ্রাফিক্স ডিজাইন বিষয়ে প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রদান অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সনদপত্র প্রদান করেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম.আতাউল হক দোলন। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ-জামান সাইদ, ইউডিএফ ইউজিডিপি প্রকল্প আসমাউল হুসনা, প্রশিক্ষক হিসাবে বক্তব্য রাখেন লার্ন স্কিলস আইটি একাডেমী এর পরিচালক মোঃ আশরাফ হোসেন, ড্রিম টাচ কম্পিউটার এর পরিচালক এস এম মাহাবুবুল ইসলাম, এটিএম রফিকুল ইসলাম রানা প্রমুখ। উলেখ্য উক্ত প্রশিক্ষনে প্রথম স্থান অধিকার করেন মোঃ আবু জাফর, দ্বিতীয় দেবাশীষ গায়েন।