দক্ষিণ শ্রীপুর (কালিগঞ্জ) প্রতিনিধিঃ দেশজুড়ে চলছে শৈতপ্রবাহ। তীব্র শীতে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে হতদরিদ্র মানুষের জীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ এমন তো অবস্থায়। কালিগঞ্জের বিভিন্ন ইউনিয়নে গ্রামীন ব্যাংকের উদ্যোগে হত দরিদ্র সদস্যদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বেলা ১১টায় দক্ষীন শ্রীপুর শাখায় আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে শাখা ব্যাবস্থাপক ফারুক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গ্রামীন ব্যাংকের কালিগঞ্জ এরিয়া ম্যানেজার সেলিম রেজা। বিশেষ অতিথি ছিলেন সেকেন্ড অফিসার আব্দুস ছালাম, কর্মকর্তা হাফিজুর রহমান প্রমুখ। এ সময়ে অত্র এলাকার অসহায় ও হতদরিদ্র সদস্যদের মাঝে কম্বল বিতরণ করা হয়।