বাংলাদেশ বর্তমান বিশ্ব ব্যবস্থায় যতগুলো বিষয়ে নিজেকে বিশেষ ভাবে আলোকিত করেছে এবং অনন্য বৈশিষ্ট্যের অধিকারীতে পরিনত করেছে তার মধ্যে অন্যতম চিকিৎসা বিজ্ঞান। আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা অতীতের যে কোন সময় গুলো হতে অতি উন্নত। এক সময় উন্নত চিকিৎসার জন্য আমাদের দেশের রোগীরা প্রতিবেশী দেশ সহ বিভিন্ন দেশে গমন করতো। কিন্তু দেশের চিকিৎসা ব্যবস্থার প্রভূত উন্নয়ন ঘটায় আমাদের দেশের রোগী সাধারন জটিল, কঠিন, পুরাতন সব ধরনের রোগের আরোগ্য লাভের জন্য দেশের চিকিৎসার প্রতি আস্থাশীল। দুরারোগ্য রোগের চিকিৎসাও দেশে হচ্ছে এবং তা সফল ভাবে গ্রহন ও সম্পন্ন হচ্ছে। আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থাই কেবল দেশের জন্য কাজ করছে তা নয়, বাংলাদেশের কৃতি চিকিৎসকরা বর্তমান সময়ে বহিঃবিশ্বে চিকিৎসা সেনা প্রদান করে বিশ্ব মানবতাকে বিশেষ ভাবে উপকৃত করছে সেই সাথে বিশ্বের দেশে দেশে তথা আন্তর্জাতিক বিশ্বে আমাদের দেশের সুনাম ও সুখ্যাতি বৃদ্ধি করে চলেছে। দেশের চিকিৎসা ব্যবস্থার এই সময় গুলোতে গ্রামীন জনপদের রোগীদের জন্য যে সমস্যার সৃষ্টি হচ্ছে তা হলো সরকারি হাসপাতাল গুলো বিশেষ করে উপজেলা পর্যায়ের হাসপাতাল গুলোতে বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব হেতু উন্নত চিকিৎসা গ্রহনের লক্ষে শহরের সরকারি হাসপাতালের উপর নির্ভরশীল হতে হচ্ছে। উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতাল গুলোতে অবশ্য প্রতিনিয়ত বিপুল পরিমান রোগী চিকিৎসা গ্রহণ করছে। গ্রামই দেশের প্রাণ। চিকিৎসকরা দেশের কৃতি সন্তান, মেধাবী সন্তান এবং স্পষ্ট ভাবেই বলা যায় যে একজন চিকিৎসক অবশ্যই মানবিক এবং মানবিকতার সাথে সম্পৃক্ত বিধায় আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকদেরকে চিকিৎসা তথা মানবসেবার ব্রতকে সম্পন্ন করনে গ্রামের হাসপাতালগুলোতে থাকতে হবে। দেখা গেছে সকল চিকিৎসকদের বলা যায় অধিকাংশের ইচ্ছা শহরের হাসপাতালে পোস্টিং নেওয়া এমন অবস্থা অব্যাহত থাকলে গ্রামের হাসপাতাল গুলোতে আগত রোগীদের জন্য সুখর বয়ে আনবে না।