স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় শহরের অদূরে মোজাফ্ফার গার্ডেনে ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির জেলা সভাপতি গ্রাম ডাক্তার আলহাজ্ব মিজানুর রহমান ডবলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগ সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। তিনি বলেন, মানুষ অসুস্থ হলে গ্রাম ডাক্তারের কাছে ছুটে যান। এ সময় গ্রাম ডাক্তাররা কম খরচে চিকিৎসা সেবা প্রদান করে। যে কোন সময় রোগীর অসুস্থ হওয়ার খবর পেলেই রোগীর কাছে ছুটে যান চিকিৎসা দিতে। তিনি আরো বলেন, সকল ধর্মে মানুষের সেবা করার কথা বলা হয়েছে। সেই লক্ষ্যে সামনে রেখে গ্রাম ডাক্তাররা মানুষের সেবা দিয়ে যাচ্ছে। চিকিৎসা সেবায় গ্রাম ডাক্তাররা মানুষের কাছে আস্থা অর্জন করেছে। সকলের ঐকান্তিক প্রচেষ্টায় সংগঠনটি অনেকদূর এগিয়ে যাবে। তিনি সংগঠনটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেছেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শেখ ফয়সাল আহমেদ, আনোয়ারা মেমোরিয়াল ক্লিনিকের পরিচালক ডাঃ মোঃ মুশফিকুর রহমান, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের এক্স সহকারী রেজিষ্ট্রার ডাঃ মোঃ মেহেদী হাসান, আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির কেন্দ্রীয় সভাপতি গ্রাম ডাক্তার আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির কেন্দ্রীয় মহাসচিব গ্রাম ডাক্তার আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম, বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি গ্রাম ডাক্তার কামাল হোসেন, সহ-সভাপতি গ্রাম ডাক্তার আব্দুল জলিল, গ্রাম ডাক্তার আব্দুল বারী খান প্রমুখ। এছাড়া আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির জেলা সাধারন সম্পাদক হাসান সিদ্দিকী লাভু। সার্বিক পরিচালনায় ছিলেন ওয়েলফেয়ার সোসাইটির জেলা সাংগঠনিক সম্পাদক গ্রাম ডাক্তার মাছুম বিলাহ। সম্মেলন শেষে লাকী কূপনের ড্র অনুষ্ঠিত হয়।