কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জের গ্রাম ডাক্তার কল্যান সমিতির সদস্য গ্রাম ডাক্তার মোঃ ছিদ্দিক আলী আর নেই।তিনি উপজেলার মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর গ্রামের মোঃ আলী গাজির পুত্র। রবিবার রাত্র ১০টা ৪০মিনিটে নিজ বাড়ীতে চিকিৎসারত অবস্থায় মৃত্যু বরণ করেন। ইন্না রাজেউন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৪০বছর। তিনি স্ত্রী ও এক ছেলে মা বাবা আত্মীয় স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল যোহর বাদ বসন্তপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাযা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন হয়। জানাযা নামাজে উপস্থিত ছিলেন চেয়ারম্যান মোঃ আব্দুল হাকিম, জেলা পরিষদের সদস্য শেখ ফিরোজ কবির কাজল, ইউপি সদস্য মোঃ আরিজুল ইসলাম সহ এলাকার জনপ্রতিনিধি, গ্রাম ডাক্তার কল্যান সমিতির উপজেলা সভাপতি গ্রাম ডাক্তার মোঃ আব্দুল কাদের, সাধারন সম্পাদক গ্রাম ডাক্তার শেখ শরিফুল ইসলাম সহ অত্র এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত গ্রাম ডাক্তার মোঃ সিদ্দিক আলী অতি অল্প সমায়ের মধ্যে এলকার মানুষের সেবা প্রদান করে মানুষের নিকট খুবই জনপ্রীয় হয়ে উঠে। তিনি কিডনী জনীত সমস্যায় ভুগছিলেন। জানাযায় ইমামতি করেন বসন্তপুর শাহী জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মোঃ মাহমুদুল হক রাজু।