কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ বিগত ২০০৪ সালের ২১ আগষ্ট বঙ্গবন্ধু কন্যা দেশরতœ শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলার প্রতিবাদে সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা আ’লীগের আয়োজনে পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে উপজেলা আ’লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি কলারোয়া পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পাবলিক ইনস্টিটিউটের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন, পৌর মেয়র মনিরুজ্জামান বুলবুল, ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, সোহেল, সাবেক ইউপি চেয়ারম্যান আসলামুল ইসলাম আসলাম,আ’লীগ নেতা আমজাদ হোসেন,যুবলীগ নেতা মাছুমুজ্জামান মাছুম প্রমুখ। অপরদিকে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি কলারোয়া পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কলারোয়া সরকারী কলেজ সংলগ্ন বিশ্বাস মার্কেটে এব সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সদস্য উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা আ’লীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান স.ম মোরশেদ আলী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান ভুট্রোলাল গাইন, ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহাজাদা,পৌর আ’লীগের সভাপতি আজিজুর রহমান, পৌর কাউন্সিলর শফিউল আজম শফি, আসাদুজ্জামান তুহিন, আ’লীগ নেতা জাহাঙ্গীর হোসেন, মশিউর রহমান, শ্রমিকলীগ নেতা আব্দুর রহিম প্রমুখ।