দেবহাটা অফিস \ রোপন করা হয়েছিল ওলে চাকি। আর চিরায়ত নিয়মে ওলগাছের জন্ম হয়। কিন্তু কিছুদিন যেতে না যেতেই ওলগাছের পাতা এবং ডাটা ভিন্ন আকৃতির, ভিন্ন রুপ ধারন করে এবং লাল সাদৃশ্য ফুল দৃশ্যমান হয়। বর্তমান সময় গুলোতে ফুল গাছের অবয়বে গোলাকৃতির ফুলগাছে পরিনত হয়েছে এমন বিরল ঘটনাটি দেবহাটার পারুলিয়ার শান্তা গ্রামে উক্ত গ্রামের সুফলের বাড়ী সংলগ্ন ওলগাছ রুপান্তরিত ফুলগাছের অবস্থান। প্রতিনিয়ত দুরদুরান্তহতে লোকজন ফুলগাছটি দেখতে ভিড় করছে। গৃহস্বামী সুফল জানান, তিনি ওলের চাকি রোপন করেছিলেন কিন্তু ক্রমান্বয়ে ওলগাছটি ফুল সাদৃশ্য গাছে পরিনত হয়েছে।