ঘটনাস্থল সাতক্ষীরা শহরস্থ খামারবাড়ী সড়ক। বৈশাখের তপ্ত তাপদাহে ক্লাত শরীর বৈদ্যুতিক খুটির সাথে বন্ধুত্ব করে ঘুমিয়ে পড়া এক সুতার মিস্ত্রীর বিশ্রাম নেওয়ার মূহুর্ত। ব্যস্ত এই শহরে কেউ কারোর জন্য যেমন অপেক্ষা করে না অনুরূপ ভাবে যে যার মত কর্মযজ্ঞ, উপার্জন এবং বিশ্রাম নিয়ে চলেছে। সকাল হতে দুপুর তারপর সূর্য পশ্চিম আকাশে ডুবে যাওয়ার পূর্ব মূহুর্ত পর্যন্ত। সকাল থেকে সুতা সেলাই কালি পালিশ সহ জুতা নিয়েই তার কাজ। কোন কাজই ছোট নয়, নিচু নয়, এটাই তার পেশা। আর এই কাজের মাধ্যমেই পরিবার পরিজনের জীবন জীবিকা নির্বাহ করে থাকে এই সুতার মিস্ত্রী। প্রশান্তির ঘুমে অঘোর সুতার মিস্ত্রীর নাম জানা সম্ভব হয়নি এই প্রতিনিধিরও তার ক্লান্তির ঘুম হতে জাগাতে মন সাড়া দেইনি। দুপুরে খাবার গ্রহণ করেছে কিনা সেটাও জানা হয়নি। প্রতি মূহুর্তে ব্যস্ততম সড়কটিতে শত সহ¯্র মানুষের যাতায়াত যে যার কাজে ব্যস্ত, অন্যদিকে তপ্ত দুপুরে লু-হাওয়া বহমান ইট পাথর পিচের সড়কের পাশে ঘুমিয়ে আছে আমাদের এই সমাজের অতি গুরুত্বপূর্ণ কারিগর অথচ অতি সাধারণ এক মানব সন্তান। ছবিটি সোমবার বিকাল পৌনে ৩টার দিকে ক্যামেরায় ধারন করা হয়। অঘোর ঘুমে ঘুমন্ত এই সুতার মিস্ত্রীরা আমাদের সমাজের পিছিয়ে পড়া শ্রেণিভুক্ত হিসেবে চিহ্নিত না করে মানব সমাজের অতি গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য অংশ।