শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ১২:০৮ পূর্বাহ্ন

ঘরের মাঠে হোঁচট খেল মায়ামি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩

এফএনএস স্পোর্টস: লিওনেল মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর বদলে গেছে দলটি। এমএলএসের এই দলটি পেয়েছে টানা ৯টি জয়, জিতে নিয়েছে ক্লাব ইতিহাসের প্রথম শিরোপাও। ওই ৯ ম্যাচের প্রতিটিতেই গোল কিংবা অ্যাসিস্ট ছিল মেসির। তবে দলটির জার্সিতে দশম ম্যাচে এসে থামলেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। বৃহস্পতিবার ভোরে এফসি ন্যাশভিলের বিপক্ষে গোল বা অ্যাসিস্ট পাননি মেসি, জিততে পারেনি মায়ামিও। ঘরের মাঠ ড্রাইভ পিঙ্ক স্টেডিয়ামে ভোরে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে ন্যাশভিলের সঙ্গে গোলশূন্য ড্র করেছে মায়ামি। ম্যাচে দুটি ফ্রি কিক নিয়েছেন মেসি। ৬০তম মিনিটে নেওয়া শট রুখে দেন ন্যাশভিলের গোলরক্ষক। আর ৮২তম মিনিটের ফ্রি কিক বাধা পায় রক্ষণে। ম্যাচের শেষ মুহূর্তে আরেকটি সুযোগ পেয়েছিলেন মায়ামি অধিনায়ক। তবে এবার ন্যাশভিলকে রক্ষা করেন গোলরক্ষক। ম্যাচে বল দখলের লড়াইয়ে অবশ্য একতরফা দাপট ছিল মায়ামির। ৭০ শতাংশ সময় নিজেদের পায়ে বল রেখেছেন মায়ামির খেলোয়াড়রা। তবে শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় মেসিদের। এই ড্রয়ের ফলে মায়ামির প্লে-অফে কোয়ালিফাই করার স্বপ্নে বড় ধাক্কা লেগেছে। ২৪ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ১৫ দলের মধ্যে ১৪তম স্থানে আছে মায়ামি। প্লে-অফের পজিশন ৯ নম্বরে যাওয়া মায়ামির জন্য বেশ কঠিন হয়ে গেল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com