এফএনএস: নরসিংদীতে ঘরে ঢুকে সুমনা আক্তার তিথি (১৩) নামে এক কিশোরীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় গুরুতর আহত হয়েছেন ওই কিশোরীর মা আসমা বেগম (৪০) । গত সোমবার দিবাগত রাতে সদর উপজেলার শেখেরচর—বাবুরহাট বাজারসংলগ্ন মোফাজ্জল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটেছে। হতাহত দুজন স্থানীয় চা—দোকানি মোফাজ্জল হোসেনের স্ত্রী ও মেয়ে। নরসিংদী সদর থানার ওসি এমদাদ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই ঘটনার মূল কারণ এখনো বলা যাচ্ছে না। লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। পুলিশ ও নিহতের স্বজনরা জানান, বাড়ির পাশে নিজের চা দোকান বন্ধ করে রাত সাড়ে ১০টার দিকে বাড়ি ফেরেন গৃহকর্তা মোফাজ্জল হোসেন। ঘরে ঢুকেই স্ত্রী ও সন্তানকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। তার ডাকচিৎকারে আশপাশের লোকজন গিয়ে গুরুতর আহতাবস্থায় গৃহবধূ আসমা বেগমকে উদ্ধার করে প্রথমে মাধবদীর একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। কিশোরী মেয়ে তিথিকে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় তার (মোফাজ্জল হোসেন) প্রতিবন্ধী আরেক শিশুসন্তানকে অক্ষত অবস্থায় বাথরুম হতে উদ্ধার করা হয়। খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে ঘটনাস্থল ও আশপাশের এলাকা পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনোয়ার হোসেন, সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ। সকালে লাশ উদ্ধার করে মর্গে নেওয়া হয়।