আশাশুনি, প্রতাপনগর প্রতিনিধিঃ ঘুর্ণিঝড় রেমালে বিধ্বস্ত ক্ষতিগ্রস্ত উপকূলীয় প্রতাপনগর আনুলিয়া দুর্গত চকলা এলাকা পরিদর্শন করলেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। তিনি সোমবার দিনব্যাপী আনুলিয়া প্রতাপনগর ইউনিয়নের দুর্গত মানুষের খোঁজ খবর নেন। এ সময় ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রনি আলম নূর, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম, আশাশুনি থানার ওসি বিশ্বজিৎ কুমার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি। প্রতাপনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী, ইউপি সদস্য ও সদস্যা বৃন্দের। মোহাম্মদ হুমায়ুন কবির ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন কালে বলেন, চাকলার মানুষ কষ্টে আছে এটা আমি শুনতেছি। এজন্যই একটু নিজে দেখতে আসলাম। আমি দেখেগেলাম আপনাদের জন্য যা করলে ভালো হবে সেটাই আমরা কযবো, সেটাই সরকার করবে। আজকে কয়েকজনের জন্য কিছু সাহায্যের ব্যবস্থা করা হয়েছে। আপনাদের সাহায্য সহযোগিতা করে যাবো। উল্লেখ্য গত ২৬ ও ২৭ মে ঘুর্ণিঝড় রেমালে তান্ডবে মৎস্য ঘেরের বাঁধ ভেঙ্গে বিধ্বস্ত ক্ষতিগ্রস্ত প্রতাপনগর ইউনিয়নের চাকলার বেড়ি বাঁধের বাহিরে বসবাস করা প্রায় ২০০ পরিবার জোয়ার ভাটার পানিতে নিমজ্জিত হয়ে মানবেতর জীবন-যাপন করছে।