বোলারদের একপেশে দাপটের দিন ফুরিয়েছে। এবারের বিপিএলে উইকেট নিয়ে নেই কারও অভিযোগ। হোক ভেন্যু মিরপুর, কিংবা সিলেট, কিংবা চট্টগ্রাম— স্পোর্টিং উইকেটেই হচ্ছে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ। ফলে বোলারদের পাশাপাশি ব্যাটাররাও দেখাচ্ছেন দাপট। যদিও সিলেট পর্বে বাউন্ডারির মাপ ছোট হওয়া নিয়ে হয়েছে সমালোচনা। চট্টগ্রাম পর্বে অবশ্য আদর্শ মানের বাউন্ডারির মাপই দেখা গেছে। আর তা দেখে খুশি তামিম ইকবাল। দারুণ অর্ধশতকে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ জেতানোর পর তামিম নিজের ব্যাটিং নিয়ে বলেন, ‘মাঝখানে আমাদের আরেকটু দ্রুত খেলা উচিৎ ছিল। ১৪ ওভারের মধ্যে যদি শেষ করতে পারতাম, হাতে উইকেটও ছিল। এই একটা সুযোগ মিস করেছি। এছাড়া ব্যাটিং ভালো ছিল।’ এ সময় বিপিএলের ভেন্যুগুলোর উইকেট নিয়ে কথা বলেন ফরচুন বরিশালের অধিনায়ক। তিনি বলেন, ‘এবারের টুর্নামেন্টে আসলেই উইকেট বেশ ভালো। মিরপুরের কথা যদি চিন্তা করেন। সিলেট ওয়াজ অ্যামেজিং। চট্টগ্রামেও ভালো। ভালো ব্যাপার হলো বাউন্ডারির মাপও এখানে ভালো ছিল। এমনই হওয়া উচিৎ। আজ দেখেছেন বাউন্ডারিতে অনেক ক্যাচ হয়েছে। এই জিনিসটা থাকা উচিৎ। এই সাইজেই খেলা উচিৎ, ৫২—৫৩ মিটার নয়।’