এফএনএস: চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে এক বিএনপি নেতাকে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। নিহত মীর আরমান হোসেন (৪৮) জঙ্গল সলিমপুর ৪ নম্বর সমাজের বাসিন্দা এবং উপজেলা বিএনপির সাবেক বন ও পরিবেশবিষয়ক সম্পাদক। চট্টগ্রাম মহানগর ছিন্নমূল বস্তিবাসী সমন্বয় পরিষদের যুগ্ম সম্পাদক হিসেবেও দায়িত্বে ছিলেন মীর আরমান। গত বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে তার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির সদস্যরা রাত ৯টার দিকে নিহত বিএনপি নেতার লাশ উদ্ধার করে। স্থানীয়দের সাথে কথা বলে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক সোহেল রানা জানান, সন্ধ্যায় মীর আরমান বাড়ি থেকে বের হয়ে রাস্তায় গিয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন। এসময় দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে। সীতাকুণ্ড থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, এ বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। জড়িদদের শনাক্ত করার চেষ্টা চলছে।