শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:০৫ পূর্বাহ্ন

চব্বিশ ঘন্টায় নিহত ১৫০

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪

দৃষ্টিপাত ডেস্ক ॥ ইসরাইল অপ্রতিরোধ হয়ে উঠেচে অমানবিকতা এই ইহুদি রাষ্ট্রটির প্রধান বৈশিষ্ট্য হলেও বিশ্ববাসির প্রত্যাশা ছিল তারা আন্তর্জাতিক আদালতের রায়ের প্রতি সম্মান প্রদর্শন করবে কিন্তু বাস্তবতা হলো তারা আন্তর্জাতিক আদালতের রায়কে মানছে না, শুক্রবার আন্তর্জাতিক আদালত ইসরাইলকে গণহত্যা বন্ধের নির্দেশ দিলেও শুক্রবার, শনিবার এবং গতকাল রবিবার ও গাজায় বিভিন্ন বেসামরিক স্থাপনার উপর বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী, যা মানবতা বিরোধিরা পাশাপাশি আন্তর্জাতিক আদালতের নির্দেশকে অমান্য করা। এমনিতেই গত শুক্রবার যখন আন্তর্জাতিক আদালতের তের সদস্যের বিচারক প্যানেল রায় ঘোষণা করেন তারপর পরই দখলদার ইসরাইলি রাষ্ট্রের প্রধানমন্ত্রী বেনতাসিন নেতানিয়াহু বনেলছিলেন আন্তর্জাতিক আদালতের এই রায় ভন্ডামী এবং বৈষম্যমূলকক। আন্তর্জাতিক আদালতকে এভাবে তুচ্ছ তাচ্ছিল এবং অপমানজক পরিস্থিতি নেওয়ার মধ্য দিয়ে ইসরাইল তার অপ্রতিরোধ্য তাকেই প্রমান করেছে। এদিকে হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধ বিরতির প্রস্তাব নিয়ে চলমান আলোচনা অনেকদুর এগিয়েছে আর এবারের আলোচনার ভেনু হিসাবে ফ্রান্সকে। ইতিপূর্বে কাতার ও মিশরের মধ্যস্থতায় যুদ্ধ বিরতির প্রস্তাব কার্যকর সহ বন্দী মুক্তির ঘটনা ঘটলেও হামাসের দ্বিতীয় শীর্ষ কমান্ডার সহ সাত কমান্ডারকে লেবাননের রাজধানী বৈরুতের একটি আবাসিক ভবনে ইসরাইল ড্রোন হামলা চালিয়ে হত্যা করলে হামাসের পক্ষ হতে ঘোষনা দেওয়া হয় তারা কোন অবস্থাতেই ইসরাইলের সাথে কোন ধরনের সমঝোতায় যাবে না। সেই থেকে আলোচনা থমকে যায়। গতকাল পশ্চিমা মিডিয়ার খবরে বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান উইলিয়াম বার্নস ফ্রান্সে অবস্থান করছেন। ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থান করছে ইসরাইলের গোয়েন্দা প্রধান ডেভিড বার্নেয়া কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান আলযানি, মিশরের গোয়েন্দা প্রধান আব্বাস কামেল। একদিকে যুদ্ধ বিরতির প্রস্তাব নিয়ে চুড়ান্ত আলোচনা ও দরকষাকষি অন্যদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতা নিয়াহু বলেছে গাজা যুদ্ধ সফল না হওয়া পর্যন্ত তাদের সামরিক অভিযান অব্যাহত থাকবে। হামাস নির্মূলই ইসরাইলের প্রধান দায়িত্ব যা ইসরাইল বাস্তবায়ন করবে। উল্লেখ্য গত চারমাস হতে চলা গাজায় ইসরাইলী বাহিনী দিনরাত বিমান হামলা করছে। শত, সহস্র সেনা নিয়ে হামাস নির্মুলে স্থল অভিযান পরিচালনা করছে কিন্তু কোন অবস্থাতেই ইসরাইলি বাহিনী হামাসকে নির্মূল ও নিয়ন্ত্রন করতে পারছে না। প্রতিটি ক্ষেত্রে দখলদার, বাহিনী হামাস কর্তৃক প্রতিরোধের সম্মুখিন হচ্ছে। ইসরাইলি বাহিনীর বিমান ও স্থল হামলায় গতকাল পর্যন্ত ছাব্বিশ হাজারের অধিক ফিলিস্তিনি নিহত হয়েছে নিহতদের মধ্যে উল্লেখযোগ্য অংশ মহিলা ও শিশু। এদিকে গতকাল ও উত্তরা ঞ্চলে কোন কোন এলাকাতে ও খান ইউনিসে দখলদার ইসরাইলি বাহিনীর সাথে হামাস যোদ্ধাদের তুমুল লড়াই চলার খবর দিয়েছে কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরা। গাজার সত্তরভাগ মানুষ বর্তমান বাস্তচ্যুত তাদের আশ্রয় হয়েছে বিভিন্ন আশ্রয় ও শরনার্থী শিবিরে। অবশ্য শরনার্থী শিবির গুলোতেও তারা নিরাপদ নয়। দখলদার বাহিনী আল জাজিরা সহ আরও কয়েকটি আশ্রয় শিবিরে বিমান হামল পরিচালনা করে শত শত আশ্রয়হীন নিরীহ ফিলিস্তীনিকে হত্যা করেছে। বর্তমানে আশ্রয় শিবিরগুলোতে চরম মানবিক বিপর্যয় বিরাজ করছে। দখলদার ইসরাইলি বাহিনরি সদস্যরা গাজায় ত্রানবাহী যানবাহন প্রবেশে ব৭াধা দিচ্ছে বলে জানিয়েছে আল জাজিরা টেলিভিমন, ইসরাইল সেনাদের পাশাপাশি কিছু সংখ্যক উুগ্রবাদী ইহুদীরা ত্রান কাজে নিয়োজিত গাড়ী সীমান্ত পার হতে দিচ্ছে না। ইসরাইল আবারও জাতিসংগের বিরুদ্ধে বিষাদাগারে নেমেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রনালয়ের পক্ষ হতে বলা হয়েছে ইসরাইলে গত সাত অক্টোবর হামাস যে হামলা পরিচালনা করে উক্ত হামলায় সাথে জাতিসংঘের কর্মকর্তা ও কর্মচারিা জড়িত। মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন দশটি দেশ ইসরাইলের অভিযোগের ভিত্তিতে ফিলিস্তিনিদের জন্য বরাদ্ধকৃত অর্থ বন্ধ করার ঘোষণা দিয়েছে। এদিকে ইসরাইল হিজবুল্লাহকে চরম ভাবে হুমুিক দিয়ে বলেছে লেবাননে যে কোন ধরনের হামলা পরিচালনায় ইসরাইল সামান্যতম কৃপনতা করবো। হিজবুল্লাহ তাৎক্ষনিক ভাবে জবাব দিয়েছে যে গাজায় হামলা বন্ধ করলেই কেবল তারা ইসরাইলে হামলা বন্ধ করবে। হুতি যোদ্ধাদের নিয়ন্ত্রনে সাগর যে কারনে ভিন্ন দিয়ে চলাচল করছে। ইসরাইল সংশ্লিষ্ট পশ্চিমা জাহজা গুলো। পশ্চিমা মিডিয়া ও আল জাজিরা টেলিভিশন উভয়েই নিশ্চিত করেছে যে সহজাযুদ্ধবিরতি হতে যাচ্ছে এবং উক্ত যুদ্ধ বিরতিতে হামাস ও ইসরাইলি উভয়ই সম্মত তবে কি কি চুক্তি থাকছে এটা তারা অবগত নয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com