বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাশ্মীরে পর্যটকদের লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলি, নিহত ২৮ ভবদহ সমাধানে বৃহৎ জনগোষ্ঠীর কল্যাণকর পথেই হাঁটবো -পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা মথুরেশপুর তাঁতি দলের কমিটি পূর্ববর্তী প্রস্তুতি সভা দেবহাটার বিএনপি নেতা অধ্যক্ষ আবুল কালাম আহত সাংবাদিক কামরুজ্জামান গুরুতর আহত \ দৃষ্টিপাত পরিবারের সুস্থতা কামনা সাতক্ষীরা ওয়ার্কার্সপাটির সভাপতি অধ্যক্ষ মহিবুল্লাহ মোড়লের ইন্তেকাল \ সর্বস্তরে শোকের ছায়া শ্যামনগরে আবারও পরিত্যক্ত অবস্থায় ৩৮ পিচ দেশীয় অস্ত্র উদ্ধর শ্যামনগরে জলবায়ু মেলা অনুষ্ঠিত তালায় সরকারি কাজে বাঁধা ও প্রকৌশলীকে মারপিট \ সাংবাদিকের দশ দিনের জেল সক্রিয় চোর চক্রের এক সদস্য আটক

চরমোনাই পীরের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

এফএনএস: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠক করেছেন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম চরমোনাই পীরের সঙ্গে। গতকাল সোমবার পুরানা পল্টনে নোয়াখালী টাওয়ারে ইসলামী আন্দোলনের দলীয় কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। দুপুর ১২টা ১৭ মিনিটে দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুকে নিয়ে ইসলামী আন্দোলনের কার্যালয়ে প্রবেশ করেন বিএনপি মহাসচিব। সাক্ষাতকালে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও যুগ্ম মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম। বৈঠকে নেওয়া যৌথ সিদ্ধান্তগুলো হলো— ১. আধিপত্যবাদ, স¤প্রসারণবাদ ও সাম্রাজ্যবাদমুক্ত স্বাধীন সার্বভৌম টেকসই গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্য গড়ে তোলা। ২. দুর্নীতিবাজ, সন্ত্রাসী, খুনি ও টাকাপাচারকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। ৩. ভোটাধিকারসহ সব মানবাধিকার রক্ষায় জাতীয় ঐকমত্য গড়ে তোলা। ৪. নূন্যতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা। ৫. দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং সব অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠিত করা এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক করে নিয়ে আসা। ৬. আওয়ামী ফ্যাসিবাদবিরোধী সব শক্তি দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করা। ৭. ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা না বলা। ৮. আগামীতে যাতে আওয়ামী লীগের মতো আর কোনও ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় আসতে না পারে, সে ব্যাপারে রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকা। ৯. ইসলামী শরিয়াহ বিরোধী কোনও সিদ্ধান্ত না নেওয়া এবং ইসলামবিরোধী কোনও কথা না বলা। ১০. প্রশাসনে এখনও বিদ্যমান আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের দ্রুত অপসারণ করা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com