ঝাউডাঙ্গা প্রতিনিধি \ সাতক্ষীরা জেলার অন্যতম গুরুত্বপূর্ণ ইউনিয়ন গুলির মধ্যে ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদ একটি। অত্র ইউনিয়নের চেয়ারম্যান ও সাতক্ষীরা সদর আওয়ামী লীগের উপদেষ্ঠা মোঃ আজমল উদ্দীন বিগত আওয়ামী লীগ সরকারের নৌকা প্রতিক নিয়ে নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয় লাভ করেছিলেন। ০৫ ই আগষ্ট ২০২৪ সরকার পতনের পর হতে চেয়ারম্যান মোঃ আজমল উদ্দীনের টানাপড়েন কিছুতেই কাটছে না। প্রেক্ষাপট পরিবর্তনের ধাক্কায় স্থানীয় গনমানুষের ক্ষোপে তাকে অনেক চাপ সামলাতে হচ্ছিল। গত ১২ ই ফেব্রুয়ারী ২০২৫ তারিখ একটি হত্যামালায় তাকে বাসা থেকে গ্রেফতার করা হয়। সেদিন থেকেই অদ্যাবধি পরিষদের সকল সেবা ও কার্যক্রম প্রায় বন্ধ। বিষয়টি সাথে সাথে অত্র পরিষদের সচিব সদর উপজেলা নির্বাহী অফিসার কে অবহিত করেন। দুঃখের বিষয় চেয়ারম্যানের গ্রেফতার হওয়ার পর হতে ইউনিয়নের মানুষ পরিষদে এসে সেবা না পাওয়ায় মারাত্নকভাবে হয়রানীর স্বীকার হচ্ছে। সাময়িকভাবে সেবা চালু করার ব্যাপারে বিষয়টি ইউ.এন.ও মহোদয়কে উক্ত পরিষদ হতে জানানো হয়েছে। এমনকি ঝাউডাঙ্গা বাজার ব্যবসায়ী ও স্থানীয় মানুষের অনুরোধে ঝাউডাঙ্গা বাজার কমিটির আহবায়ক অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান স্যারও কয়েকবার এ বিষয়ে কথা বলেছেন তবুও কোন সমাধান হয়নি। পরিষদে সেবা নিতে আসা মানুষেরা দৈনিক দৃষ্টিপাতকে জানান সেবা না পাওয়ায় প্রতিদিন তাদের অনেক গুরুত্বপূর্ণ ক্ষতির স্বীকার হতে হচ্ছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আইনি প্রক্রিয়ায় পরিষদের সার্বিক কার্যক্রম পুনরায় স্বচল করার জন্য জেলা প্রশাসক মহোদয়ের প্রতি ঝাউডাঙ্গা এলাকার মানুষে প্রানের দাবি তুলেছে। বিষয়টি সমাধানের জন্য প্রশাসনের সু—দৃষ্টি কামনা করছি।