বিষ্ণুপুর (কালিগঞ্জ) প্রতিনিধি ॥ কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চাঁচাই কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লিদের সাথে ইফতার করলেন সংসদ সদস্য এসএম আতাউল হক দোলন। গতকাল বিকাল সাড়ে ৫টায় কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লিও বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রিতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, চাঁচাই কেন্দ্রীয় মসজিদ কমিটির কর্মকর্তা-সদস্য, আলেম ওলামায়ে কেরামগন, পবিত্র কুরআনের হাফেজ শিক্ষার্থীদের উপস্থিতিতে অত্র মসজিদের সভাপতি রাশিদুল হাসান পলাশের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন। এ সময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মোশারফ হোসেন, শিক্ষক মোঃ আমিনুর রহমান মুকুল, দৈনিক দৃষ্টিপাতের শ্যামনগর বিশেষ প্রতিনিধি সাংবাদিক জাকির হোসেন, বিষ্ণুপুর প্রতিনিধি আলমগীর হোসেন, কালিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান,বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল হক সরদার, সাধারণ সম্পাদক নিরঞ্জন কুমার পাল বাচ্চু, ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহ্ আলম ঢালী, সাধারণ সম্পাদক আশিক ইকবাল, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য গোলাম রব্বানী, সিরাজুল ইসলাম, মিজানুর রহমান ঢালী, আফসার উদ্দিন, মাস্টার জাহিদুর রহমান, রেজাউল করিম, প্রমুখ। এসময় মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও রোজার তাৎপর্য তুলে ধরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আজিজুল ইসলাম।