বিশেষ প্রতিনিধি \ আশাশুনি উপজেলার সীমান্তবর্তী এলাকা সাতক্ষীরা সদরের ভালুকা চাঁদপুর কলেজ মোড়ে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত ৯টার দিকে ভালুকা চাঁদপুর কলেজ মোড়ে। নিহত আলাউদ্দিন সরদার কুল্যা গ্রামের মৃত আমিনউদ্দীন সরদারের ছেলে। মারাত্বক আহত ভ্যান চালক হারুন হোসেন সদরের ফিংড়ী ইউনিয়নের জোড়দিয়া গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানাগেছে, কুল্যা গ্রামের আলাউদ্দিন সরদার ভ্যান যোগে ভালুকা চাঁদপুর থেকে বাড়িতে ফিরছিলেন। ঘটনার সময় কলেজ মোড়ে পৌঁছালে বুধহাটা থেকে সাতক্ষীরা গামী একটি মুরগিবাহী পিকআপ (ঢাকা মেট্রো-ন ২০-০৭৩৮) ভ্যানটিতে মুখোমুখি ধাক্কা দেয়। এ ঘটনায় ভ্যানচালক হারুন হোসেন মারাত্মক আহত হলেও যাত্রী আলাউদ্দিন সরদার ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা আহত হারুন হোসেনকে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠিয়ে দেয়। খবর পেয়ে সদর থানার এস আই নকিব হোসেন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং দুর্ঘটনায় কবলিত পিকআপ, চালক ও হেলপারকে আটক করে। আটককৃত পিকআপ চালক জুয়েল হোসেন পিকআপ মালিকের ছেলে বলে জানা গেছে। তবে তিনি পেশাদার চালক নন এবং তার ড্রাইভিং লাইসেন্স নেই বলে জানান তিনি। খবর পেয়ে ধুলিহর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান চৌধুরী, কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর ছাকি ফেরদৌস পলাশ, ইউপি সদস্য আলহাজ্ব আব্দুল মাজেদ গাজী ঘটনাস্থল পরিদর্শন করেন।